Thursday, 16 July 2020
অনেকের জন্যই এটা এক শব্দের হরর গল্প।
থিসিস করা হয়েছে কিন্তু বিভিন্ন বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়তে হয়নি এমন মানুষ খুব কমই আছেন। এই ভোগান্তির একটা বড় কারণ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ফাইনাল ইয়ারে উঠার পরই প্রজেক্ট বা থিসিসের ব্যাপারে জানতে চাই, ফলে খুব অল্প সময়ের মধ্যেই আমি কি জানি ও কি করবো, কিভাবে করবো সবকিছু ঠিক করতে হয়। অনেক সময় আমরা বুঝেও উঠতে পারি না একটা ভাল থিসিস কিভাবে করতে হবে, কোন টপিকে করলে ভাল হবে বা ইন ফিউচার সেটা আমার কেমন কাজে দেবে, কিভাবে থিসিস/প্রোজেক্ট পেপার লিখতে হয়, বিভিন্ন জার্নালে সাবমিট করতে হয় ইত্যাদি।
উপরোক্ত এই ব্যাপারগুলো আমাদের জন্য আলোকপাত করতে আগামী বৃহস্পতিবার, ১৬-জুলাই-২০২০ তারিখ রাত ৯:০০টায় প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ড. মো. হায়দার আলি স্যার একটি অনলাইন সেশন নিতে যাচ্ছেন।
Online Session on "Complete Guideline of Thesis/Project"